স্টাফ রিপোর্টার:
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পদত্যাগ না করেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ ৷ এই আদেশের ফলে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা ৷
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট ব্রেঞ্চ এ আদেশ দেন ৷ আদালত রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক ৷
কুষ্টিয়া ও সিলেটের দুটি উপজেলা নির্বাচনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের রিটের পরিপ্রেক্ষিতে এমন আদেশ দিয়েছেন আদালত ৷