ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশসহ ছয় দেশে প্রায় এক লাখ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত ৷ শনিবার (২৭ এপ্রিল) দেশটির ভোক্তা, খাদ্য ও বিতরণ বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, বাহরাইন, মরিশাস, সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১ লাখ টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত ৷
অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের কথা বলে গত বছরের ৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে ভারত ৷ তবে গত মার্চে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছিল ভারত ৷
আগের বছরের তুলনায় ২০২৩-২০২৪ সালে তুলনামূলক কম শস্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে বর্ধিত চাহিদার পটভূমিতে পেঁয়াজ রপ্তানির এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি ৷