খবরের চোখ
সব সময়

উপজেলা নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা: রিজভী

0

- Advertisement -

স্টাফ রিপোর্টার:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপজেলা নির্বাচন সম্পূর্ণ ভুয়া ও জালিয়াতির নির্বাচন ৷ এ নির্বাচনে জনগণের কোনো ভূমিকা নেই ৷ এ নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা করার নির্বাচন ৷

বৃহস্পতিবার (১৬ মে) উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন ৷

- Advertisement -

রিজভী বলেন, প্রধানমন্ত্রী যাকে পছন্দ করবেন, তিনি হবেন উপজেলা চেয়ারম্যান ৷ নির্বাচনের নামে শুধু আনুষ্ঠানিকতা, শুধু প্রহসন ৷

তিনি আরও বলেন, তারা দখলদার, জনগণের জন্য এদের কোনো ম্যান্ডেট নেই, এরা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয় ৷ তাই এদের জনগণের ভোটের কোনো প্রয়োজন পড়েনা ৷

রুহুল কবির বলেন, বাংলাদেশ ব্যাংকের ভেতরে কী হচ্ছে, তা মানুষকে জানতে দেওয়া হচ্ছে না ৷ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৷ সাংবাদিকেরা ঢুকে যাতে কোনো তথ্য জানতে না পারেন, সেই ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.