আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলী সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, হামাসের বিরুদ্ধে সাত মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে বুধবার উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ে ৫ সেনা নিহত হয়েছে ৷
ইসরায়েলী বাহিনী এক বিবৃতিতে বলেছে, সেনারা বুধবার যুদ্ধে নিহত হয়েছে, তবে সেনাবাহিনী তাদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ৷
গত বছরের ২৭ অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে গাজায় সামরিক অভিযানে ২৭৮ সেনা নিহত হয়েছে ৷ (সূত্র-বাসস)