স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকান্ডের ঘটনায় তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন শেরেবাংলা নগর থানায় মামলা করবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ৷
বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি ৷
হারুন বলেন, ভারতে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকান্ডের কারণ জানতে নিবিড়ভাবে তদন্ত চলছে ৷ তার মেয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করবেন ৷ আমাদের কর্মকর্তারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন ৷
তিনি আরও বলেন, ঘটনাটি মর্মান্তিক ৷ তিনি একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন ৷ তার এলাকার সাধারণ মানুষ স্তম্ভিত ৷
অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি৷ তিনি তিনবারের সংসদ সদস্য ৷ এটি নিষ্ঠুর হত্যাকান্ড৷ এটা মনে করেই তদন্তকারী কর্মকর্তারা কাজ করছেন ৷ নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি৷ কয়েকজন আমাদের কাছে আছে ৷ তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি ৷ তদন্তের স্বার্থে আমরা সবকিছু বলতে পারছি না ৷
ডিবি প্রধান বলেন, একজন সংসদ সদস্যকে বাংলাদেশি অপরাধীরা নৃশংসভাবে হত্যা করেছে ৷ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকি যারা আছ, তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনবো ৷ বিচারের মুখোমুখি করবো ৷ তদন্তের স্বার্থে নাম প্রকাশ করতে চাচ্ছি না ৷
তিনি আরও বলেন, এটা পারিবারিক নাকি আর্থিক অথবা এলাকায় কোনো দুর্বৃত্তদের দমন করার কারণে এমন ঘটনা ঘটেছে সবকিছু আমরা তদন্তে আনবো ৷