খবরের চোখ
সব সময়

এমপি আনোয়ারুল আজিম পরিকল্পিত হত্যার শিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

0

- Advertisement -

স্টাফ রিপোর্টার:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে ভারতের কলকাতায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ৷

মন্ত্রী বলেন, এমপি আজিম খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ৷ তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না ৷

- Advertisement -

বুধবার (২২ মে) ধানমন্ডির নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি ৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যৌথভাবে দুই দেশের পুলিশ কাজ করছে ৷ তদন্তের স্বার্থে ইন্ডিয়ান পুলিশ আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইছে, আমরা তা দিচ্ছি ৷

তিনি আরও বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকান্ডের ঘটনায় দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো অবনতি ঘটবে না বলে জানান ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.