খবরের চোখ
সব সময়

চা শ্রমিকদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

0

- Advertisement -

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চা শ্রমিকদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করবে সরকার ৷

মঙ্গলবার (৪ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন সরকার প্রধান ৷

- Advertisement -

সরকার প্রধান বলেন, চা বাগানের শ্রমিকরা ভাসমান অবস্থায় থাকবে না ৷ তাদের ভালো রাখার সব ব্যবস্থা নেবে সরকার ৷ তাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা হবে ৷

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কাজ করেছিলেন ৷ জাতির পিতা চা শ্রমিকদের জন্য যা করেছিলেন শ্রমিকরা তা এখনো ভুলে যাননি ৷

তিনি আরও বলেন, আওয়ামী লীগের উদ্যোগের ফলেই উত্তরাঞ্চলে চা বাগানের সংখ্যা বাড়ছে ৷ চা শিল্পকে আরও গুরুত্ব দেওয়া হয়েছে ৷ উত্তরবঙ্গে চা উৎপাদন সম্প্রসারণে আরও ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ পঞ্চগড়ে চা বাগান সফল হওয়ায় উত্তরবঙ্গে তা বিস্তার লাভ করেছে ৷
মানুষের রুচি ও চাহিদার দিকে নজর দিয়ে চা উৎপাদন করার আহবান জানান ৷
অনুষ্ঠানে চা শিল্পে অবদানের স্বীকৃতিস্বরুপ ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি /ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার ২০২৪ দেন সরকার প্রধান ৷

দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে জাতীয় চা দিবস ৷ এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য -চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.