পাবনা প্রতিনিধি:
চার দিনের রাষ্ট্রীয় সফরে চতুর্থবারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৷
রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি ৷
এ সময় পাবনার জেলা প্রশাসক আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান ৷ সেখান থেকে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন ৷
জেলা প্রশাসক আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির পাবনা সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ৷ তার সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়, সেজন্য প্রশাসন তৎপর থাকবে ৷