গাছ আমাদের প্রাণ,বেশি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী
তিন ফসলি জমি যেন নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে
ডেস্ক রিপোর্ট:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্ষায় বেশি করে গাছ লাগান । গাছ আমাদের প্রাণ, এটি আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয়।
শনিবার (১৫ জুন) গণভবনে আষাঢ় মাসের প্রথম দিনে কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহবান জানান ।
প্রধানমন্ত্রী বলেন, গাছ যত বেশি আমরা লাগাতে পারবো, আমাদের ফল দেবে, কাঠ দেবে ৷ এগুলো বিক্রি করে অর্থও পাওয়া যাবে ৷ ভেষজ গাছ নানা ধরনের ঔষধ তৈরিতেও কাজে লাগে ৷ কাজেই বৃক্ষ যত বেশি লাগাতে পারবো- এটি আপনাকে ফল দেবে, খাদ্য দেবে আবার অর্থ উপার্জনের পথও সুগম করবে ৷
সরকার প্রধান বলেন, দুর্যোগ প্রতিরোধে গাছ আমাদের প্রথম সুরক্ষা দেয়। উপকূলে সবুজ বেষ্টনী তৈরি করা, ম্যানগ্রোভ তৈরি করা, জলোচ্ছ্বাস থেকে উপকূলকে বাঁচাতে হলে আমাদের ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে ৷
তিনি আরও বলেন, আমাদের দেশটাকে যদি আমরা সব সময় সবুজ করে রাখতে পারি তাহলে আর বাংলাদেশ পিছিয়ে থাকবে না ৷ সেজন্য সবাইকে আমাদের এভাবেই চিন্তা করতে হবে ৷
প্রধানমন্ত্রী বলেন, কোনোভাবেই কৃষি জমি নষ্ট না করা, বিশেষ করে তিন ফসলি জমি যেন নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে ৷
শেখ হাসিনা বলেন, যত্রতত্র কলকারখানা করে যাতে জমি নষ্ট করতে না পারে সেজন্য আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল করেছি ৷ এটা করার একমাত্র উদ্দেশ্য আমাদের কৃষি জমি রক্ষা করতে হবে।