খবরের চোখ
সব সময়

উৎখাত হতে পারে নেতানিয়াহু সরকার: ইয়ার ল্যাপিড

0

- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের বিরোধী নেতা ইয়ার ল্যাপিড আশাবাদ ব্যক্ত করেছেন যে ক্ষমতাসীন নেতানিয়াহু সরকার উৎখাত হয়ে যেতে পারে ৷
মঙ্গলবার (১৮ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ৷

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ১০৩ এফএম রেডিওকে তিনি বলেন, ক্ষমতা থেকে সরিয়ে দিতে বিরোধী শক্তিগুলো একত্রিত হতে পারে ৷

- Advertisement -

তিনি আরও বলেন, এই সরকারকে উৎখাত করা উচিত ৷ আমি মনে করি, এই সরকারকে উৎখাতও করা সম্ভব ৷
ল্যাপিড বলেন, এখন যেহেতু গ্যান্টজ জোট ছেড়েছে, আমাদের কাছে তাই উপায় আছে ৷ বিরোধীরা একসাথে কাজ করলে আমরা সরকারকে পতনের জন্য ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ে তুলতে পারবো ৷

উল্লেখ্য, গত ৯ জুন গ্যান্টজ এবং গাদি আইজেনকোট ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন ৷ এরমধ্যে দিয়ে তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একটি বড় ধরনের ধাক্কা দিতে সমর্থ হয়েছেন ৷

সূত্র: আল জাজিরা

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.