খবরের চোখ
সব সময়

অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন

0

- Advertisement -

স্পোর্টস ডেস্ক:

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে নিউজিল্যান্ডের ৷ ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর যা প্রথম ঘটনা ৷ অথচ সর্বশেষ সাতটি আইসিসি ইভেন্টে অন্তত সেমিফাইনালে খেলা ব্ল্যাকক্যাপসের নিয়ে এবার প্রত্যাশা করা হয়েছিল অধরা শিরোপাটা ছুঁয়ে দেখবে তারা ৷ এমন ভরাডুবির পর তাই বোর্ডের সঙ্গে থাকা কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার অধিনায়ক কেন উইলিয়ামসন ৷

- Advertisement -

এরফলে সাদা বলের ক্রিকেট উইলিয়ামসনকে আর নেতৃত্বে দেখা যাবে না ৷ তাছাড়া কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় তাকে খেলানোর জন্য জোর করতে পারবে না বোর্ড ৷
তবে নিউজিল্যান্ডের খেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেই জানিয়েছেন কেন উইলিয়ামসন ৷ যদিও জানুয়ারির উইন্ডোতে নিউজিল্যান্ডের হয়ে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি ৷

কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও ক্রিসমাসের আগে নিউজিল্যান্ডের হয়ে ৮টি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবেন বলেও নিশ্চিত করেছেন উইলিয়ামসন ৷ সঙ্গে জানিয়েছেন ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও অংশগ্রহণ করবেন তিনি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.