খবরের চোখ
সব সময়

অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের ঐতিহাসিক জয়

0

- Advertisement -

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে আফগানিস্তান ৷ সেন্ট ভিনসেন্টে অজিদের ২১ রানে হারিয়েছে আফগানরা ৷

রোববার সকালে আগে ব্যাটিং করতে নেমে ১৪৮ রানের লড়াকু স্কোর গড়ে আফগানিস্তান ৷ এরপর গুলাবদিন নাইব, নাভিন উল হকদের বোলিংয়ে সেটা ডিফেন্ড করে ১৯.২ ওভারেই জয় তুলে নেয় ৷ যেকোনো বিশ্বকাপ তো বটেই অজিদের বিপক্ষে যেকোনো সংস্করণেই এটাই আফগানদের প্রথম জয় ৷

- Advertisement -

সর্বোচ্চ ৬০ রান করেন গুরবাজ ৷ এছাড়া ৫১ রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে ৷ এরপর গুলাবদিনের দুর্দান্ত বোলিংয়ে অজিদের ১২৭ রানে গুটিয়ে দেয় আফগানরা ৷

গুলাবদিন ৪টি ও নাভিন ৩টি উইকেট নেন ৷ এছাড়া রাশিদ খান ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট শিকার করেন ৷

এই জয়ে নিজেদের সেমিফাইনালের আশা টিকিয়ে রেখেছে আফগানিস্তান ৷ একইসাথে সমীকরণের মারপ্যাঁচে বাংলাদেশের স্বপ্নটা টিকে রইলো ৷ অন্যদিকে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটা এখন অজিদের জন্য ডু অর ডাই ম্যাচ ৷
(ছবি: সংগৃহীত)

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.