খবরের চোখ
সব সময়

স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের সারা দেশব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি

0

- Advertisement -

সাজেদুল ইসলাম লুলু (গংগাচড়া, রংপুর):

- Advertisement -

স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের টিম জিয়নের উদ্যোগে সারাদেশব্যাপি (২০,০০০/) বিশ হাজার বৃক্ষ রোপন কর্মসুচির শুভ উদ্ভোদন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর কে এম রিদওয়ানুল বারী জিয়ন। এ সময় তিনি জানান, শুধু বৃক্ষ রোপন কর্মসুিচ না সামাজিক বিভিন্ন উন্নয়নমুলক কর্মসুচি হাতে নেওয়া হয়েছে ৷
বৃক্ষরোপন কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন রংপুর ডিভিশনের চিফ – রেজওয়ান রনি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম লুলু, বাংলাদেশ ছাত্রলীগ সাবেক আহ্বাক শাফিয়ার রহমান স্বপন, ফারুক, রায়হানসহ আরো অনেকে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.