খবরের চোখ
সব সময়

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের মেয়াদ বাড়লো

0

- Advertisement -

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হিসেবে আরও এক বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ৷

আজ শুক্রবার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখার উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় ৷

- Advertisement -

আইজিপি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ১১ জুলাই ৷ এর আগে গত বছরের ৯ জানুয়ারি তার চাকরির মেয়াদ ১৮ মাস বাড়িয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল ৷

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা ৷ তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন ৷ বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) পদে যোগ দেন তিনি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.