স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সিজারের সংখ্যা যত কমিয়ে নিয়ে আসতে পারবো ততই মঙ্গল, আমারা সিজারের সংখ্যা কমিয়ে আনতে চাই ৷
বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ৷
সামন্ত লাল বলেন, আপনারা যারা গ্রাম পর্যায়ে কাজ করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা গর্ভবতী মায়েদের বোঝান তারা যাতে ঠিকমতো চেক আপ করেন ৷ তারা যেন সময় মতো কমিউনিটি ক্লিনিক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যপরীক্ষা করায় ৷
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অনেক জায়গায় বলেন আগে সিজার হয়েছে তাই সিজার করতে হবে, সেটা উত্তর হতে পারে না ৷ আগে কেন হলো সেটার কারণ খুঁজে বের করতে হবে ৷
আমরা যদি একেবারে মূল কারণ খুঁজে বের করে গোড়া থেকে কাজ করি তাহলে সিজারের সংখ্যা অবশ্যই কমিয়ে নিয়ে আসতে পারবো ৷
খবরের চোখ/ঢাকা/জুলাই২০২৪