খবরের চোখ
সব সময়

ইউরোপে ফুটবলের রাজা স্পেন

0

- Advertisement -

ডেস্ক রিপোর্ট:

ইউরোপের বর্তমান ফুটবলের রাজা স্পেন ৷ খেলার প্রথমার্ধে কোন পক্ষেই গোল দিতে পারে নাই ৷ বিরতির পর দ্বিতীয়ার্ধে স্পেনের দাপট বেড়ে যায় ৷

জার্মানি বার্লিন স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে ৷ সর্বোচ্চ চারবার ইউরোর শিরোপা জিতল স্পেন ৷

ম্যাচের প্রথমার্ধে তেমন ধারালো ছিল না স্পেনের আক্রমণ ৷ আক্রমণের পরিকল্পনা করে এগোলেও বড় বিপদ তৈরি করতে পারেনি তারা৷ বল দখলেও এগিয়ে ছিল স্পেন ৷

- Advertisement -

বিরতির পর শুরুতেই ইংলিশদের মনে বড় ধাক্কা দেয় স্পেন ৷ প্রথমার্ধে নিষ্প্রভ থাকা লামিন ইয়ামাল ইংলিশ রক্ষণকে ঠিকই পরাস্ত করতে সক্ষম হন ৷ তার দারুণ অ্যাসিস্ট থেকে ৪৭ মিনিটে স্পেনকে এগিয়ে দেন নিকো উইলিয়ামস ৷ এরপরেও ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পায় স্প্যানিশরা ৷ কিন্তু গোলের দেখা পায়নি ৷

৬০ মিনিটে মাঠ থেকে তুলে নেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে ৷ ৭০ মিনিটে কোবি মাইনুর জায়গায় মাঠে নামেন কোল পালমার ৷ তিন মিনিটেরও কম সময়ের ভেতর ইংল্যান্ডকে সমতাসূচক গোল এনে দেন তিনি ৷

৮৬ মিনিটে স্পেনের মার্কো কুকেরেয়ার নিখুঁত পাসে কেবল টোকা মেরে ইংলিশ গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন মিকেল ওয়ারসাবাল৷ এ নিয়ে ৪ বার ইউরো শিরোপা জিতল স্পেন ৷ এখন স্পেন ইউরোপের ফুটবলের রাজা ৷

খবরের চোখ/ঢাকা/জুলাই২০২৪

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.