খবরের চোখ
সব সময়

প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ

0

- Advertisement -

ডেস্ক রিপোর্ট:

দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ৷

শনিবার (১০ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় ৷

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন ৷ এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে ৷

- Advertisement -

এর আগে দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন ৷ তারপর আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগ করেন ৷

সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ডিগ্রি অর্জন করেন ৷ পরে যুক্তরাজ্য থেকে বিএ ও এম এ ডিগ্রি লাভ করেন ৷ এরপর যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি নেন ৷

১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্ম নেওয়া সৈয়দ রেফাত আহমেদ ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্ট এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন ৷

২০০৩ সালের ২৭ এপ্রিল অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান সৈয়দ রেফাত আহমেদ ৷ দুই বছর পর হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হন তিনি ৷
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের ছেলে ৷

খবরের চোখ/ঢাকা/আগস্ট ২০২৪

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.