হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সোমবার (১২ আগস্ট) থেকে সীমিত আকারে শুরু হবে ৷
সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এরই মধ্যে হাইকোর্ট বিভাগের আটটি বেঞ্চ গঠন করে দিয়েছেন ৷ রোববার (১১ আগস্ট) দুপুরে শপথ নেন প্রধান বিচারপতি ৷
এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের আটটি বেঞ্চে ফৌজদারি, দেওয়ানি, রিট এবং বিভিন্ন ধরনের আবেদনের শুনানি হবে ৷
তবে, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম কবে শুরু হবে এ বিষয়ে কিছু বলা হয়নি এ বিজ্ঞপ্তিতে ৷
শনিবার আপিল বিভাগের সাতজনের মধ্যে ছয়জন বিচারপতি পদত্যাগ করেন ৷ ফলে দুপুরে প্রধান বিচারপতি শপথ নেয়ার পর এখন আপিল বিভাগের বিচারপতির সংখ্যা মাত্র দুইজন ৷
এদিকে, সুপ্রিম কোর্টের রীতি ও প্রথা অনুযায়ী, সোমবারই সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ৷
খবরের চোখ/ঢাকা/আগস্ট ২০২৪