খবরের চোখ
সব সময়

২৭তম বিসিএসে বাদপড়াদের ভাগ্য খুলতে পারে

0

- Advertisement -

এক এগারোর সময় ২৭তম বিসিএসের এক হাজার ১৩৭ জনকে বাদ দেয়ার মামলা আবার শুনবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৷

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ ভুক্তভোগীদের রিভিউ শুনানিতে আপিলের অনুমতি দেন ৷ এর ফলে ১৬ বছর পর এসব ভুক্তভোগীরা চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

২০০৫ সালের ২৮ জুন ২৭ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৷ পরবর্তীতে ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭ তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ৫৬৭ জন ৷ তবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয় ৷

- Advertisement -

এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে ৷ এরপর একই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷

পরবর্তীতে ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ২২৯ জন ৷ এরপর তাদের নিয়োগ দেয়া হয় ৷

খবরের চোখ /ঢাকা/নভেম্বর ২০২৪

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.