খবরের চোখ
সব সময়

ইসলামি বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদে নতুন ডিন

0

- Advertisement -

ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও জীববিজ্ঞান অনুষদে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার।

রোববার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এই তথ্য নিশ্চিত করেন।

- Advertisement -

তিনি বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের মেয়াদ গত ১৩ নভেম্বর শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে পরবর্তী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন।

অন্যদিকে, জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলামের মেয়াদ গত ১৩ নভেম্বর শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহারকে পরবর্তী দুই বছরের জন্য জীব বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে উপাচার্য নিয়োগ দিয়েছেন।

খবরের চোখ/ ঢাকা/ নভেম্বর ২০২৪

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.