খবরের চোখ
সব সময়

গ্লোবাল লিগের ফাইনালে রংপুর রাইডার্স

0

- Advertisement -

গ্লোবাল লিগের ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। জোড়া হারে আসর শুরু করা দলটা হঠাৎ টানা জয়ে পৌঁছে গেছে শিরোপার লড়াইয়ের শেষ ধাপে। শুক্রবার লাহোর কালান্দার্সকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রানের পুঁজি পায় রংপুর। বৃষ্টি আইনে লাহোরের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের। তবে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে লাহোরের ইনিংস।

তাতে ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নুরুল হাসান সোহানের দল। একইসাথে টানা দ্বিতীয় জয়ে নিশ্চিত করে ফাইনাল। আগামী শনিবার (৭ ডিসেম্বর) ফাইনালে রংপুরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে রংপুর। শুরু থেকেই মারকুটে ব্যাটিং শুরু করে তারা। ঝড় তুলেন সৌম্য সরকার। তার আগ্রাসী ব্যাটিংয়ে ৪.৫ ওভারেই ৫০ পূরণ করে দলটি। সৌম্য ১৩ বলে করেন ২২ রান।

- Advertisement -

ঝড় তুলেছেন সাইফ হাসানও। ১৪ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত থাকেন তিনি। আর আরেক ওপেনার স্টিভেন টেইলর ২৭ বলে অপরাজিত ছিলেন ৩২ রান করে।

বৃষ্টি আইনে ৯ ওভারে লাহোর কালান্দার্সের লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শেখ মেহেদির তোপে মাত্র ১৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে লাহোর। যেখানে ৩টি উইকেটই নেন শেখ মেহেদি।

পরের দিকে মির্জা বাইগ, টম অ্যাবল আর শেষদিকে ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে আশা জাগিয়েছিল লাহোর। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাইগ ২০ বলে ৩১, অ্যাবল ১২ বলে ২৫ করে আউট হন।

ফাহিম আশরাফ ৯ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ৭ উইকেটে ৮৭ রানে থামে লাহোর। শেখ মেহেদি ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন তিনটি উইকেট। ২ উইকেট নেন জ্যাক চ্যাপেল।

খবরের চোখ/ ঢাকা /ডিসেম্বর ২০২৪

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.