খবরের চোখ
সব সময়

পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করে দিলো বাংলাদেশ

0

- Advertisement -

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের যুবাদের সামনে টিকতেই পারল না পাকিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের পেস আগুনে পুড়ে ৩৭ ওভার খেলে পাকিস্তান অলআউট হয় মাত্র ১১৬ রানে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুর ওভার থেকেই তোপ দাগতে থাকেন বাঁহাতি পেসার মারুফ। বেশ কয়েকটি ওয়াইড দিলেও ওভারের চতুর্থ বলে উসমান খানকে ফিরিয়ে দেন দারুণ এক আউটসুইংয়ে। দুর্দান্ত ক্যাচ ধরেন সামিউন বশির। দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে আবারও মারুফের আঘাত। এবারও আউটসুইং, তাতে পরাস্ত হন আরেক ওপেনার শাহজাইব খান। পাকিস্তানের দুই ওপেনারের দুজনই আউট হয়েছেন শূন্য রানে।

- Advertisement -

তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মুহাম্মদ রিয়াজুল্লাহ ও অধিনায়ক সাদ বেগ। দলকে ৪৯ রান পর্যন্ত নিয়ে যান এই দুজন। এরপর আবার ধস। ৭৯ রানের মধ্যে একে একে ফিরে যান সাদ (১৮), নাভিদ আহমেদ খান, রিয়াজুল্লাহ (২৮) ও হারুন আরশাদ। পরের চার উইকেটের মধ্যে দুইটি ইমন, একটি আল ফাহাদ ও রান আউট হন একজন।

সপ্তম উইকেটে ৩৪ রান যোগ করেন ফারহান ইউসুফ ও ফাহাম উল হক। শেষ ৪ উইকেট আবার মাত্র ৩ রানের মধ্যে হারায় পাকিস্তান। এর মধ্যে ২ উইকেট আবার ইমনের। শেষ পর্যন্ত এই পেসারের বোলিং ফিগার: ৭-১-২৪-৪। মারুফের ২ উইকেট ছাড়া আরেক পেসার আল ফাহাদ নেন এক উইকেট। বাকি উইকেটটি দেবাশিষ দেবার। পাকিস্তানের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৩২ রান করেন ফারহান।

খবরের চোখ/ ঢাকা/ ডিসেম্বর ২০২৪

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.