শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকালে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম। এ সময় শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার জনাব এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার জনাব মোঃ আইউব হোসেন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রফিক আল মামুন, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার জনাব ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ জিয়াউর রহমান’সহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন “বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, সমাজে শ্রেনী বিভাজন, দ্ব›দ্ব, ভেদাভেদ থেকে বেরিয়ে আমরা সবাই এক হয়ে যেতে চাই, আমাদের বিবেকের দেয়ালকে ভেঙ্গে দিতে হবে, মুক্তিযুদ্ধে যারা শহিদ হয়েছেন এবং যারা বিজয়ী হয়েছেন এইটাই তাদের স্বপ্ন ছিলো”।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার জনাব এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার জনাব মোঃ আইউব হোসেন, ড. মোহাম্মদ হারুনুর রশিদ পরিচালক, বাংলা একাডেমি, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রফিক আল মামুন, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ জিয়াউর রহমান, জনসংযোগ শাখার সেকশন অফিসার আবু ছালেহ মো. মুছা ৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, সভা পরিচালনা করেন সহকারী রেজিস্ট্রার জনাব ফাহাদ আহমদ মোমতাজী। সভায় বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
খবরের চোখ/ ঢাকা /ডিসেম্বর ২০২৪