আফরোজা ইকরাম:
অনেকটা পথ পেরিয়ে গেছে জীবন। ফুরিয়ে গেছে সব আয়োজন। বাতি নিবু নিবু। স্বপ্নের রঙিন সুখ আর নেই। তবুও এই যে ঢেউ এসে ভাঙে শ্বাসে প্রশ্বাসে তাই মনে হয় খেলাঘর এখনও ভাঙেনি। ঘষা দিলে গায়ে খড়ি ওঠে। হাতখানা চেনাই দায়। আয়নায় মুখ দেখলে মনে হয় এই মুখ অন্য কারোরই হবে। কত অচেনা সব কিছু। বাড়ির সেই উঠানে কত বদল। আম গাছটি পিঁপড়ের বাড়ি। সুখ দুঃখের বছরের পথ বেয়ে টিনের চাল গায়ে রোয়া ওঠা কুকুরের লোমের মতন।
মাটিতে দাঁড়িয়ে পৃথিবী কাঁপানো পদক্ষেপ নিতে বুকের বা পাশে কি সাংঘাতিক কাঁপুনি।
সময়ের খেলায় তুচ্ছ এক খেলোয়াড় ভেবে যায় এই সব কথা, না বলা কথা। তবু সময় বয়ে যায়। পিছনে ফেরার পথ রুদ্ধ করে। মাথার চুল, কপালের রেখা ,অচেনা মুখ স্বাক্ষী থাকে কালের, স্রোতের।
খবরের চোখ/ ঢাকা /ডিসেম্বর ২০২৪