স্টাফ রিপোর্টার:
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবস-২০২৪ উপলক্ষে “আরবি ভাষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা: উদ্ভাবন উদ্বুদ্ধকরন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ” প্রতিপাদ্য শীর্ষক আলোচনা সভা, র্যালি ও আরবি রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ সকাল ১০.০০টায় রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনয়াতন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, মাননীয় ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার জনাব এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আলী উল্যাহ, রেজিস্ট্রার জনাব মোঃ আইউব হোসেন, কামাল আলহাজ্ব মাহমুদ খলিফা সাবেক কান্ট্রি ডিরেক্টর আল ফুজাইরা ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ এবং প্রফেসর ড. জায়েদ বিন গানেম আল জুহানি, সাবেক অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা, সৌদি আরব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান বলেন, “আরবি ভাষা একটি আন্তর্জাতিক এবং বহুপ্রাচীন ভাষা, যার গুরুত্ব ও মূল্য অপরিসীম। আরবি ভাষার প্রভাব বিশ্বব্যাপী। এটি কেবল ভাষা নয়, সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ বাহক। বর্তমান বিশ্বে আরবি ভাষার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর গুরুত্বও ক্রমবর্ধমান। এ ধরনের একটি ভাষাকে সম্মান জানানো আসলে নিজেকে সম্মানিত করারই অংশ। বিশেষভাবে মুসলিমদের জন্য আরবি ভাষার মর্যাদা আরও বেশি, কারণ এটি পবিত্র কুরআনের ভাষা। এই ভাষা হলো ইহজগত এবং পরজগতের মধ্যে সংযোগকারী মাধ্যম। দেশব্যাপী আরবি ভাষা চর্চার জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা সঞ্চারিত হয়েছে। এই আয়োজন আমাদের সংস্কৃতির বিকাশ ও ভাষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতিত্বে বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন আরবি ভাষায় দক্ষতা অর্জন করে এ দেশের মাদরাসা শিক্ষার্থীরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মক্ষেত্রে সুযোগ করে নিতে পারবেন। এর মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি পাবে, অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে। আরবি পবিত্র কুরআনের ভাষা, নবীগণের ভাষা। এ ভাষার মর্যাদা ও গুরত্ব ব্যাপক উল্লেখ করে মাননীয় ভিসি বলেন, ভবিষ্যতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল ফাজিল ও কামিল মাদরাসা সমুহে আরবি ভাষা উপর বাস্তবভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি আরবি ভাষা রচনা প্রতিযোগিতায় বিজয়ী সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপস্থিত অধ্যক্ষগণদের ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আরে উজ্জীবিত করার নির্দেশনা প্রদান করেন।
আরবি প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মো: মাহমুদুর রহমান (ফাজিল অনার্স ১ম বর্ষ), দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ডেমরা, ঢাকা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মো: এমরান হোসাইন (কামিল স্নাতকোত্তর ২য় বর্ষ), মৌকারা দারুসসুন্নাত নেছারিয়া কামিল মাদরাসা মৌকারা দরবার শরীফ, নাঙ্গলকোট, কুমিল্লা। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ নুরুল আবছার (কামিল স্নাতকোত্তর ১ম বর্ষ), চুনতি হাকিমিয়া কামিল মাদরাসা চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার জনাব ফাহাদ আহমদ মোমতাজী ও প্রভাষক (আরবি) জনাব মোঃ হারুনুর রশীদ। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী’সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে দু’আ ও মুনাজাত করা হয়।
ঢাকা/ডিসেম্বর ২০২৪