খবরের চোখ
সব সময়

শ্রমিকদের যে মজুরি তাতে নুন আনতে পান্তা ফুরায়: ড. শফিকুর

0

- Advertisement -

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বাণীতে দেশের শ্রমজীবী মানুষের জীবনমান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “বাংলাদেশের ৭০ ভাগ মানুষই হচ্ছেন কর্মজীবী, শ্রমজীবী। এই ৭০ ভাগ মানুষকে উপেক্ষা করে কোনো সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে না।”

- Advertisement -

শ্রমিকদের বেতন ও জীবনযাত্রার মান নিয়ে তিনি বলেন, “শ্রমিকদের কোথাও কোথাও, কিংবা অধিকাংশ জায়গায় হয়তো আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারিত রয়েছে। কিন্তু এই আট ঘণ্টার শ্রমের বিনিময়ে যে বেতন, ভাতা বা স্যালারি দেওয়া হয়, তা দিয়ে তাদের নুন আনতে পান্তা ফুরায়। জীবন চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।”

ড. শফিকুর রহমান আরও বলেন, “একজন শ্রমিকেরও আমার মতোই শরীর রয়েছে। তারও ক্লান্তি আসে, বিশ্রামের প্রয়োজন হয়, পরিবারকে সময় দেওয়ার দরকার হয়। কিন্তু তাদের জীবন অনেকটাই অমানবিকভাবে কাটে। আমরা এই অমানবিক জীবনের অবসান চাই।”

তিনি জোর দিয়ে বলেন, “এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে, যখন সবক্ষেত্রে মানুষকে মানুষ হিসেবে গণ্য করা হবে এবং তাদের প্রাপ্য সম্মান দেওয়া হবে।”

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.