নিউমার্কেট থানা বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহম্মেদ অসীম
স্টাফ রিপোর্টার:
রাজধানীর নিউমার্কেট থানা বিএনপি ও ১৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে পরিচ্ছন্নতা অভিযান ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি পালন করা হয়েছে ৷
শুক্রবার (০২ মে) সকাল ১০টার দিকে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয় ৷ এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহম্মেদ অসীম ৷
ব্যারিস্টার নাসির উদ্দিন বলেন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কখনো ধানক্ষেতে, পাটক্ষেতে, লুকিয়ে ছিল ৷ আমরা বাড়িঘর ছাড়া ছিলাম, কখনো কারাগারে ছিলাম ৷ আত্নীয় স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পেতাম না ৷
অসীম আরও বলেন, আমাদের ভাইয়েরা আহত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে ৷ কিন্তু বর্তমান সরকার আসার পর আমরা এখন বাঁচতে পারছি, কথা বলতে পারছি ৷ এজন্য আমরা বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি ৷
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বলেছি ভালো কাজে শরিক হন ৷ গাছ লাগান পরিবেশ বাঁচান এবং শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না ৷ সেখানে পরিচর্যা করতে হবে ৷ যেখানে গাছ লাগানো যাবে না, সেখানে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখুন ৷ বিএনপির নেতাকর্মীরা এসব কাজের মাধ্যমে দেশের জন্য কাজ করে যাবে ৷
তিনি বলেন, তারেক রহমান যেভাবে দেশকে নিয়ে স্বপ্ন দেখছেন আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি তাহলে সুন্দর একটা দেশ উপহার দিতে পারবো ৷ দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে একটি গণতান্ত্রিক সরকার দরকার ৷ যেহেতু এই সরকার নির্বাচিত সরকার নয় ৷ আমরা চাই দ্রুত নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার গঠন হয়ে জনগণের জন্য কাজ করুক ৷