খবরের চোখ
সব সময়

মৌসুমী অভিনীত “দেশান্তর” ১১ নভেম্বর মুক্তি পাবে

0

- Advertisement -

জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী অভিনীত সিনেমা দেশান্তর আগামী ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে ৷ এ সিনেমায় ‘অন্নপূর্ণা’ হয়ে আসছেন এ নায়িকা ৷

- Advertisement -

দেশভাগের পটভূমিতে সরকারি অনুদানে কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা “দেশান্তর” বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ৷
সিনেমার পরিচালক আশুতোষ সুজন গণমাধ্যমে জানান, গত সেপ্টেম্বরে দেশান্তর মুক্তি দিতে চেয়েছিলাম ৷ বিভিন্ন কারণে সিনেমার কাজ শেষ করতে পারিনি ৷ সবকিছু ঠিক থাকলে আগামী ১১ নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি দেব ৷ উপন্যাসের নামে এ সিনেমার নামও রাখা হয়েছে “দেশান্তর”৷

দেশান্তরে প্রধান নারী চরিত্র অন্নপূর্ণা হিসেবে নায়িকা মৌসুমীর বিপরীতে দেখা যাবে অভিনেতা আহমেদ রুবেলকে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.