গত ১৬ অক্টোবর জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় ‘৩৫ শতাংশ কাজ হলেও ৬০ শতাংশ দেখিয়ে বিল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে ৷ এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ৷
প্রতিবেদনে ৩৫ শতাংশ কাজের কথা বলা হলেও কাজ হয়েছে ৭৫.১২ শতাংশ এবং বিল উত্তোলন ৫৫ শতাংশ ৷ প্রতিবেদনে আরো বলা হয়েছে, দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পে (সিআরডিপি-২) ২৯ কোটি ২৪ লাখ ৫ হাজার টাকার কার্যাদেশ দেওয়া হয় ৷ প্রকৃতপক্ষে কার্যাদেশ দেওয়া হয় ৪০ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৪৮৯.২৯ টাকা ৷
ফার্স্ট বিল্ডের অফিস কখনোই গুলশান এলাকায় ছিল না এবং এম এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিঃ এর অফিস কলাবাগানে ছিল না ৷ কমিশন বাণিজ্যের বিষয়ে ফার্স্ট বিল্ডের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) বুলবুল আহাম্মেদ কোন ধরনের মন্তব্য করেননি ৷ –
মোহাম্মদ জুয়েল
ম্যানেজিং পার্টনার
ফার্স্ট বিল্ড ৷