বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশের সকল জাতীয় দলকে সাথে নিয়ে গঠন করা হবে জাতীয় সরকার ৷
তিনি বলেন, এই সরকারকে হটাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ৷ আর আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে ৷ সেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে ফরিদপুরের ফলাফল কি হতে পারে তার ইঙ্গিত আপনারা দেখিয়ে দিয়েছেন ৷
শনিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের উপকন্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বক্তব্যকালে আমীর খসরু এসব কথা বলেন ৷
খসরু বলেন, বিএনপিকে হেফাজতের ভয় দেখানো হয়েছিল ৷ তারপরও মানুষ সমাবেশে এসেছে ৷ সব ধরনের বাধা দিয়েও তারা যখন পরাজিত হয়েছে তখন তারাও সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে ৷
তিনি আরও বলেন, বিএনপির গণসমাবেশ ঠেকাতে আওয়ামী লীগ অনেক বাধা দিয়েছে ৷ তবু তারা গণসমাবেশকে ঠেকাতে পারে নাই ৷ মানুষ বাঁধভাঙা বানের মতো গণসমাবেশে যোগ দিয়েছেন ৷