ষষ্ঠ থেকে দশম ও একাদশ শ্রেণির পাঠ্যবইতে মুক্তিযুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য কিছু বিষয়ে ভুল ও অসংগতিপূর্ণ তথ্য সংশোধনের আদেশ প্রতিপালন না করায় এনসিটিবির চেয়ারম্যান ও সংস্থার সদস্যসহ দুজনকে তলব করেছে হাইকোর্ট বিভাগ ৷
আগামী ২৯ নভেম্বর তাদের সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে উচ্চ আদালত ৷
এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোঃ সোহরাওয়ার্দীর বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন ৷
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আলী মোস্তফা খান অপু ৷ এনসিটিবির পক্ষে ছিলেন আইনজীবী মোঃ হাফিজুর রহমান খান ৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ৷
আইনজীবী আলী মোস্তফা খান বলেন, ভুল সংশোধন নিয়ে গত বছরের সেপ্টেম্বরে হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা দায়ের করা হয় ৷ ওই বছরের ২৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে এনসিটিবির চেয়ারম্যানকে তলব করে ৷ হাজিরের পর এগুলো সংশোধনের আদেশ দেয় ৷এনসিটিবি তখন পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে বলে প্রতিশ্রুতি দেয় ৷
তিনি বলেন, রুল শুনানিকালে তারা একটি হলফনামা দিয়ে আদালতকে এই বলে অবহিত করে যে, ভুলগুলো সংশোধন করা হয়েছে ৷ কিন্তু দেখা গেছে, তাদের বক্তব্যের সঙ্গে প্রতিবেদনের মিল নেই ৷ এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এনসিটিবির চেয়ারম্যানসহ দুজনকে ব্যাখ্যা দিতে তলব করেছে ৷