ইউরোপের বড় ক্লাবগুলোর বিরোধীতার মধ্যেই আজ ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো ৷ ২০২৫ সাল থেকে টুর্নামেন্টটি চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি ৷
টুর্নামেন্টটি সম্প্রসারণের প্রকল্পটি দীর্ঘদিন ধরেই লালন করে আসছিলেন ইনফান্তিনো ৷ ইউরোপের আটটি দলসহ ২৪ ক্লাবের ইভেন্টটি ২০২১ সালে চীনে শুরুর কথা ছিল ৷ কিন্তু করোনা মহামারীর কারণে সেটি স্থগিত করা হয় ৷ ইনফান্তিনো বলেছেন, নতুন চেহারার টুর্নামেন্টটি আগের পরিকল্পনার চেয়েও বড় হবে ৷
দোহায় বিশ্বকাপ দেখতে আসা ফিফা প্রধান শুক্রবার বলেন, কয়েক বছর আগে ২৪টি ক্লাব নিয়ে পুরুষদের ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আমরা একমত হয়েছিলাম ৷ ২০২১ সালে এটি শুরু হওয়ার হওয়ার কথা ছিল ৷ কোভিডের কারণে সেটি স্থগিত হয়ে যায় ৷ খবর ও ছবি বাসসের