আজ সকালে দেশে ফিরেছে অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ৷ ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ী দলটিকে আগামীকাল রাজধানীতে দেয়া হবে বীরোচিত সংবর্ধনার ৷
গত রোববার কাতারে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে শিরোপা জয় করে আসা দলটি আজ রাত কাটাবে ইজিজা বিমান বন্দর সংলগ্ন আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের প্রশিক্ষণ কমপ্লেক্সে ৷ আগামীকাল বিকালে তারা যাত্রা করবে রাজধানী বুয়েন্স আয়ার্সের প্রাণকেন্দ্র আইকনিক ওবেলিস্ক স্মৃতিস্তম্ভের দিকে ৷ ছবি বাসসের
সরকারি ছুটির দিনে আয়োজিত সম্বর্ধনায় হাজার হাজার ভক্ত-সমর্থকদের উপস্থিত থাকবে বলে ধারণা করা হচ্ছে ৷