খবরের চোখ
সব সময়

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করা হবে না- পুতিন

0

- Advertisement -

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করা হবে না বলে বিশ্বাস করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তিনি বলেছেন, দুই দেশই দুঃখের ভাগিদার ৷

বুধবার সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পুতিন এই কথা বলেন ৷ খবর বিবিসির ৷

- Advertisement -

পুতিন বলেন, তিনি এখনও ইউক্রেনকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবেই দেখছেন ৷ তিনি দাবি করেন পশ্চিমারা পোস্ট – সোভিয়েত প্রজাতন্ত্রের দেশগুলোর মগজধোলাই করেছে ৷ এর শুরু হয় ইউক্রেন দিয়ে ৷

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, কয়েক বছর ধরে আমরা ইউক্রেনের সঙ্গে সুন্দর প্রতিবেশীমূলক সম্পর্ক তৈরির চেষ্টা করছি ৷ আমরা ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছি, সস্তায় জ্বালানি দেওয়ার প্রস্তাব দিয়েছি ৷ কিন্তু এটি কাজ করেনি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.