ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাদের দেশের লক্ষ্য হচ্ছে ক্রিমিয়াকে পুনরুদ্ধার করা ৷ এই সময় তিনি পশ্চিমা দেশগুলোকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার আহবান জানান ৷ (খবর এনডিটিভির)
২০১৪ সালে ইউক্রেনের এই ক্রিমিয়া ভূখণ্ড দখল করে নেয় রাশিয়া ৷
তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হল আমাদের সমস্ত অঞ্চল মুক্ত করা, ক্রিমিয়া আমাদের ভূমি, আমাদের অঞ্চল, আমাদের সমুদ্র এবং আমাদের পর্বত ৷ আমাদেরকে আপনার অস্ত্র দিন, আমরা আমদের ভূখণ্ড ফিরে আনবো ৷
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ এরপর থেকে আজ পর্যন্ত টানা ৩৩০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত ৷ এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে ৷ তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই ৷ উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে ৷