পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল ৷
রোববার (২০ মার্চ) বিকেলে জামান পার্কের বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, শনিবার ইসলামাবাদে জুডিশিয়াল কমপ্লেক্সে তোশাখানা মামলার শুনানিতে অংশ নিতে গিয়েছিলেন ৷ কিন্তু তিনি গাড়ি থেকে নামেননি ৷ কারণ সেখানে অজ্ঞাত ব্যক্তিরা অবস্থান করছিল তাকে হত্যা করার জন্য ৷
ইমরান খান বলেন, আমি যদি সেখান থেকে সরে না যেতাম, তাহলে পুলিশ, রেঞ্জার্স ও অজ্ঞাত ব্যক্তিরা আমার দলের নেতাকর্মীদের উস্কানি দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ত এবং সুযোগ বুঝে আমাকে হত্যা করত ৷
ইমরান খান এই পরিকল্পনার নির্দেশদাতা হিসেবে বর্তমান ক্ষমতাসীন পিএমএল-এনের নেত্রী মরিয়ম নওয়াজকে দায়ী করেন ৷
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ক্ষমতাসীনরা সংযত না হলে গদি হাতছাড়া হয়ে যাবে ৷ (সূত্র: ডন)