খবরের চোখ
সব সময়

যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন উরুগুয়ে

0

- Advertisement -

অনূর্ধ্ব -২০ বিশ্বকাপের শিরোপা জিতলো উরুগুয়ে৷ রোববার রাতে আর্জেন্টিনার ডিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে ইতালিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে ৷

- Advertisement -

দুই দলের সামনেই ছিল প্রথম শিরোপার হাতছানি ৷ ইতালি এবারই প্রথমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠে ৷ অন্যদিকে উরুগুয়ে আগে দুইবার শিরোপা লড়াইয়ে নামলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ৷ তবে যোগ্য দল হিসেবেই ফাইনাল জিতেছে উরুগুয়ে ৷ পুরো ম্যাচে দাপট দেখিয়ে খেলে তারা ৷

ম্যাচের শেষদিকে এসে ৮৬ মিনিটে ক্লোজ রেঞ্জ থেকে হেডে জয়সূচক গোলটি করেন লুসিয়ানো রদ্রিগেজ ৷ শেষ পর্যন্ত ওই এক গোলেই শিরোপা উৎসবে মাতে উরুগুইয়ানরা ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.