খবরের চোখ
সব সময়

মাহফুজ – বুবলীকে নিয়ে যা বললেন শাবনূর-জয়া

0

- Advertisement -

মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত “প্রহেলিকা” সিনেমাটি আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৷ সিনেমাটি নিয়ে প্রত্যাশার কথা জানালেন দুই জনপ্রিয় অভিনেত্রী শাবনূর ও জয়ক আহসান ৷

অস্ট্রেলিয়া থেকে এক ভিডিও বার্তায় মাহফুজ আহমেদের প্রশংসা করে শাবনূর বলেন, এবার ঈদে আমাদের সবার প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ অভিনীত “প্রহেলিকা” সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ৷ আমি জেনেছি এতে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন ৷

শাবনূর আরও বলেন, আমি দেখেছি মাহফুজ ভাই মেধাবী একজন মানুষ এবং উনি যতটুকু কাজ করেন নিষ্ঠার সঙ্গে সবটুকু ঢেলে দেওয়ার চেষ্টা করেন ৷ উনি ভীষণ গুণী একজন মানুষ, তার প্রশংসা করে শেষ হবে না ৷ মেঘের নৌকা গানে বুবলীর সঙ্গে ওর এক্সপ্রেশন ছিল চমৎকার ৷ প্রহেলিকা সিনেমার পোস্টার ডায়লদ মন ছুঁয়ে যাওয়ার মতো ৷ মাহফুজ ভাই অনেকদিন পর এসেছে সুন্দর একটি সিনেমা উপহার দিতে ৷ বন্ধুরা তোমরা নিশ্চয়ই হলে গিয়ে সিনেমাটি দেখবে ৷ এরসাথে অন্যান্য সিনেমাও দেখবে ৷

- Advertisement -

অপরদিকে, জয়া আহসান বলেছেন, “প্রহেলিকা” একটি ভালো সিনেমা হতে যাচ্ছে ৷ মাহফুজ আহমেদকে নিয়ে প্রশংসায় মেতেছেন জয়া ৷

প্রহেলিকায় অভিনয় করছেন এমন একজন মানুষ যাকে আমি সিনেমাতে সহশিল্পী হিসেবে পেয়েছি ৷ যে সিনেমার জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি ৷ আর তিনি হলেন মাহফুজ আহমেদ ৷ আমাদের সবার প্রিয় মাহফুজ আহমেদ ৷ তখন থেকেই যাকে আমি বড় পর্দায় দেখতে চেয়েছিলাম নিয়মিত ৷ টানা ৮ বছরের বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ ৷ সেটি দেখার জন্য মুখিয়ে আছি ৷

জয়া আরও বলেন, মাহফুজসহ পুরো প্রহেলিকা টিমকে অভিনন্দন ৷ মেঘের নৌকা গানে শবনম বুবলী- মাহফুজ আহমেদের রোমান্টিক কম্বিনেশন দারুণ লেগেছে ৷ গানের ভিজ্যুয়ালও খুবই সুন্দর ৷

নির্মাতা চয়নিকা চৌধুরীসহ আরও যারা সংশ্লিষ্ট, তাদের জন্যও শুভ কামনা রেখেছেন শাবনূর ও জয়া আহসান ৷ ছবি সংগৃহিত

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.