খবরের চোখ
সব সময়

কাঁচামরিচের বাজারে হঠাৎ আগুন

0

- Advertisement -

কাঁচামরিচের বাজারে হঠাৎ করে আগুন লেগেছে ৷ রাজধানী ঢাকাসহ সারাদেশে এক কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকা পর্যন্ত ৷

বুধবার (২৮ জুন) সকালে রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এই মাত্রাতিরিক্ত দর চোখে পড়েছে ৷

- Advertisement -

এদিন সকালে নগরীর বিভিন্ন এলাকার সবজির দোকানে কাঁচামরিচের দেখা মেলেনি ৷ এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর কৃষি মার্কেটের একজন সবজি বিক্রেতা জানান, কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় তিনি মরিচ আনেননি ৷

গত দুই সপ্তাহ আগেও ঢাকার বাজারগুলোতে কাঁচামরিচের দাম স্বাভাবিক ছিল ৷ কয়েক দিনের ব্যবধানে ১২০ টাকা থেকে ৩২০ টাকায় পৌঁছেছে কাঁচামরিচ ৷ অর্থাৎ এই সময়ে কেজিপ্রতি কাঁচামরিচের দাম বেড়েছে ২০০ টাকা ৷

দেশের কৃষকরা যাতে ন্যায্য দাম পান সেজন্য গত বছরের ২৪ আগস্ট থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল ৷ কিন্তু দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে সম্প্রতি আমদানির অনুমতি দিয়েছে সরকার ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.