অনলাইন প্ল্যাটফর্মসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল ডিজিটাল, খেলার চ্যানেল, অনলাইন বাজি বা জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ ৷
সেইসঙ্গে নগদ, রকেট, বিকাশ, এমক্যাশসহ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে যাতে জুয়া খেলার অর্থ পরিশোধ করতে না পারে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা জারি করতে নির্দেশ দিয়েছেন আদালত ৷
মঙ্গলবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ৷
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজি, অ্যাডভোকেট মো. জুলফিকার আলী ও ব্যারিস্টার শাহরিয়ার শহীদ খান ৷
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান ৷