খবরের চোখ
সব সময়

মা হওয়ার সংবাদ জানেন না পূর্ণিমা

0

- Advertisement -

চিত্রনায়িকা পূর্ণিমাকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্ত:সত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে ৷ বিষয়টি নিয়ে এই নায়িকা বিব্রত এবং বিরক্ত হয়েছেন৷

পূর্ণিমা বলেন, গোটা দেশের মানুষ জানে আমি অন্ত:সত্ত্বা (অর্থাৎ মা হচ্ছি) ৷ অথচ আমি জানি না! এটা কেমন কথা ৷ এই খবর পুরোপুরি ভুয়া ৷

- Advertisement -

এসময় তিনি ক্ষুব্ধকন্ঠে বলেন, কে বা কারা এই খবর ছড়িয়েছে, তা আমার জানা নেই ৷ তবে কাজটি ভালো হয়নি ৷ একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছেন ৷ কেউ কেউ আবার অভিনন্দন জানাচ্ছেন ৷ বিষয়টি আমার জন্য খুবই বিব্রতকর ৷

পূর্ণিমা আরও বলেন, যারা এই ভুয়া খবর প্রকাশ করেছে, তারা কি একটিবারও আমার সঙ্গে যোগাযোগ করবেন না? না, তারা কেউই যোগাযোগ করেনি ৷ তাহলে কেন এমন মিথ্যা সংবাদ? এমন খবর শুনে আমি নিজেই অবাক হয়েছি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.