সরকার সালাহউদ্দীন সুমন:
নীলফামারীতে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতের নাম কাঞ্চন সরকার (৩৪)। এ ঘটনায় ফিজিওথেরাপিস্ট চিকিৎসক মো. হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা করেছেন রোগীর ভাই চন্দন কুমার সরকার।
মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর বড় ভাই কাঞ্চন সরকার কোমরে আঘাত পেলে ফিজিওথেরাপিস্ট চিকিৎসক মো. হারুন অর রশিদের শরণাপন্ন হন। চিকিৎসক হারুনের ভুল চিকিৎসায় কাঞ্চন সরকারের কোমরে ক্ষতের সংক্রমণ হয়ে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কাঞ্চন সরকারের উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যান কাঞ্চন সরকার।
এ বিষয়ে জানতে চাইলে মো. হারুন অর রশিদ চেম্বারে গেলে তিনি সাংবাদিকদের দেখেই তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। বলেন, আমি কোনো সাংবাদিকের সাথে কথা বলবো না।
জেলা সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। তবে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা হারুন অর রশিদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেব।
নীলফামালী সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, নিহতের ছোট ভাই অভিযোগ দিয়েছে। তদন্ত শুরু হয়েছে।