খবরের চোখ
সব সময়

৪৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারে চান্স পেলেন নীলফামারীর কৃতি সন্তান হাজামিন ফজলে রাব্বি

0

- Advertisement -

কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী):
নীলফামারীর কৃতি সন্তান হাজামিন ফজলে রাব্বি ৪৩তম বিসিএস প্রশাসন ক্যাডারে চান্স পেয়েছে। হাজামিন ফজলে রাব্বি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মিঞা পাড়া গ্রামের মরহুম আব্দুস ছামাদ মিয়ার নাতি ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট এর ৩য় শ্রেনির কর্মচারী মতলুবর রহমানের বড় ছেলে।
বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় হাইস্কুল থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ ও বাংলাদেশ কৃষি কলেজ থেকে এইচ,এস,সিতে জিপিএ-৫ অর্জনকারী হাজামিন ফজলে রাব্বি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স(কৃষি)এবং বাংলাদেশ কৃষি বিশব্বিদ্যালয়,ময়মনািংহ থেকে মস্টার্স প্রথম শ্রেণি অর্জন করে। হাজামিন ফজলে রাব্বি বর্তমান সোনালী ব্যাংক শেরপুর শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন। সে দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.