রানু মিয়া রংপুর প্রতিনিধি:
কুটিপাড়া চেংমারি উচ্চ বিদ্যালয় চাকুরির দেবার নামে লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ম্যানেজিং কমিটির সদস্যদের নামে ৷
রংপুরের গংগাচড়া উপজেলার চেংমারি গ্রামে অবস্থিত কুটিপাড়া চেংমারি উচ্চ বিদ্যালয়ে আয়া পদে চাকুরি দেয়ার নামে মোছাঃ হাজেরা খাতুনের কাছে ১০ লক্ষ টাকা নিয়ে আত্মসাতের ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা গেছে, মোছাঃ হাজেরা খাতুনের বাবা উক্ত বিদ্যালয়ের দাতা সদস্য হওয়ায় তিনি তার মেয়েকে আয়া পদে নিয়োগ দানের জন্য প্রধান শিক্ষক তৈলক্য চন্দ্রকে বলেন ৷ তখন নিয়োগ বিষয়ে প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সাথে যোগাযোগ করার পরামর্শ দেন ৷
এরপর মোছাঃ হাজেরা খাতুনের বাবা ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মহুবুল ইসলাম ও মোঃ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে হাজেরা খাতুনকে আয়া পদে নিয়োগ দিবে মর্মে আশ্বস্ত করেন ৷ এরপর তাদের চাহিদা অনুযায়ী আমার নিকট হতে ১০ লক্ষ টাকা গ্রহন করেন। আমি এলাকার কিছু ব্যক্তিকে স্বাক্ষী রেখে তাদেরকে উক্ত ১০ লক্ষ টাকা প্রদান করি। কিন্তু ম্যানেজিং কমিটির সদস্যগণ হাজেরা খাতুনকে না নিয়ে আরো অনেক বেশী অর্থ গ্রহনপূর্বক অন্য ব্যক্তিকে নিয়োগদান করেন।
পরবর্তীতে আমি তাদের কাছে উক্ত ১০ লক্ষ টাকা ফেরত চাইলে তাহারা বিভিন্ন টালবাহানায় কালক্ষেপন করতেছেন।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চাইলে, তিনি জানান আমি টাকা লেনদেনের বিষয়ে কিছু জানি না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করব।
উপজেলা নির্বাহী অফিসারের সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান, মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে।