খবরের চোখ
সব সময়

রংপুরে লক্ষাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

0

- Advertisement -

সাজেদুল ইসলাম লুলু:

রংপুরে লক্ষাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ
রংপুরের গংগাচড়া উপজেলার ৯টি ইউনিয়ন এবং রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড পর্যন্ত লক্ষাধিক ছিন্নমূল অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। লন্ডন প্রবাসী ব্যারিস্টার মঞ্জুম আলীর উদ্যোগে গত এক সপ্তাহ ধরে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা শুরু হয়।

- Advertisement -

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে গংগাচড়া সদর ইউনিয়নের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বিতরণকালে ব্যারিস্টার মঞ্জুম আলীর ছোট ভাই ও লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, এ বছর আমাদের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাদের কথা চিন্তা করে ছিন্নমূল, হতদরিদ্র, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে এক লাখ মানুষের হাতে শীত নিবারণে কম্বল পৌঁছে দিতে পেরেছি। যতদিন শীত আছে ততদিন আমার বড় ভাইয়ের এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.