খবরের চোখ
সব সময়

পার্বতীপুরে টিকিট কালোবাজারীসহ গ্রেফতার তিন

0

- Advertisement -

সাজেদুল ইসলাম লুলু(স্টাফ রিপোর্টার):

দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে দুই টিকেট কালোবাজারীসহ তিনজনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

- Advertisement -

জানা যায়, দীর্ঘদিন যাবত কাউন্টার থেকে টিকিট কেটে রেখে কৃত্তিম সংকট দেখিয়ে তা স্টেশন এলাকায় চড়া মূল্যে বিক্রি করে আসছিলো একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুই টিকিট কালোবাজারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাসী করে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে কেটে রাখা ট্রেনের ১০টি টিকিট, কালোবাজারীর কাজে ব্যবহৃত দুটি স্মার্ট মোবাইল ফোন, নগদ টাকা ও বিভিন্ন মানুষের মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর লেখা একটি কাগজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পৌর শহরের সাহেবপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মো. খলিল ও বাবুপাড়া এলাকার আবু জাকেরের ছেলে মুদিদোকানী সাদ্দাম হোসেন। এ সময় ভিন্ন আরেক অভিযানে গ্রেফতার হন বেনজির হাওলাদার নামে ওয়ারেন্টভুক্ত এক আসামি। তিনি ধুপিপাড়া মহল্লার শাহাদাত আলী হাওলাদারের ছেলে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পার্বতীপুরকে টিকিট কালোবাজারী মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.