রিপন আহমেদ:
চলতি অর্থ বছরের (২০২৩-২০২৪) গত ডিসেম্বর পর্যন্ত প্রায় পাঁচ হাজার নয়শ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার নয়শ তিন টাকার ঔষধ রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ৷
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান ৷
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন ৷
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, এখন ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশের উৎপাদিত প্রায় সব ধরনের ঔষধ রপ্তানি করা হয় ৷