বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর আহবান রাষ্ট্রপতির
রাষ্ট্রপ্রধান বলেন, এই দেশ এখন 'স্মার্ট বাংলাদেশ ' গড়ার পথে ৷ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি শিক্ষার্থীকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে
মো. মারুফ শাহ: (সিনিয়র রিপোর্টার):
দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৷
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বঙ্গভবনে কমিশনের ৪৯তম বার্ষিক প্রতিবেদন -২০২২ রাষ্ট্রপতির কাছে পেশকালে তিনি এ কথা বলেন ৷
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য দেশে উচ্চ শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখতে কাজ করার অনুরোধ জানান ৷
তিনি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের জন্য একটি নীতিমালার আলোকে একটি প্যানেল গঠনের প্রস্তাব করেন ৷
রাষ্ট্রপ্রধান বলেন, এই দেশ এখন ‘স্মার্ট বাংলাদেশ ‘ গড়ার পথে ৷ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি শিক্ষার্থীকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে ৷
তিনি আরও বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিক্ষার গুনগত মান যাতে বৃদ্ধি পায় সেদিকে খেয়াল রাখতে হবে ৷
রাষ্ট্রপতি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে দেশ ৷ আমাদের শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতাকে প্রমাণ করতে পারে সে লক্ষ্যে দেশের উচ্চশিক্ষা কার্যক্রম সাজাতে হবে ৷
রাষ্ট্রপতি ইউজিসিকে প্রতিটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সার্বিক উচ্চশিক্ষার কার্যক্রমে তদারকি বাড়াতেও কঠোর নির্দেশ দেন৷
সাক্ষাতকালে ইউজিসি চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন ৷
রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল দেশের উচ্চশিক্ষার উন্নয়নে ১৪ দফা সুপারিশ তুলে ধরেন ৷
তারা ইউজিসির কার্যক্রমে সহযোগিতা প্রদান করার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রপতির দিক নির্দেশনা প্রত্যাশা করেন ৷
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷ সূত্র:বাসস