সংরক্ষিত এমপি পদে আ.লীগের মনোনয়ন পেলেন রংপুরের ববি
ছাত্রজীবন থেকে নাছিমা জামান ববি সাহিত্য—সাংস্কৃতিক চর্চার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতি করতেন
সাজেদুল ইসলাম লুলু (স্টাফ রিপোর্টার):
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছিমা জামান ববি। তাকে আওয়ামী লীগের ৪৮ জন প্রার্থীর মধ্যে রংপুর থেকে মনোনয়ন দেয়া হয়। এর আগে তিনি একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তার স্বামী সিরাজুল ইসলাম রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
গত বুধবার ঢাকাস্থ গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে দুপুরে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানাগেছে, নাছিমা জামান ববি বর্তমানে রংপুর সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। এর আগে তিনি ২০১২ ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ২০১৪ সালের সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ও ২০০৯ সালে একবার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য। এই পদে আসার আগে জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি ইসলামীয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এক সময় সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। ছাত্রজীবন থেকে নাছিমা জামান ববি সাহিত্য—সাংস্কৃতিক চর্চার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতি করতেন। তার স্বামী সিরাজুল ইসলাম বর্তমানে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে রয়েছেন। এর আগে তিনি রংপুর জেলা পরিষদের সদস্য ছিলেন।
নাছিমা জামান ববি কাজের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক লাভ করেন। এছাড়াও তিনি ২০১৭ সালে আইসিটি এওয়ার্ড এবং ২০১২ সাল থেকে একটানা ১২ বছর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পুরস্কার পেয়েছেন। বিভাগীয় পর্যায়ে নির্বাচিত একজন জয়িতা।
এক প্রতিক্রিয়ায় নাছিমা জামান ববি বলেন, আল্লাহর অশেষ রহমত ছিল। তাই বাংলাদেশের জননেত্রী ও মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি রংপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে প্রধানমন্ত্রী যে বিশ্বাস রেখে আমাকে মনোনয়ন দিয়েছেন আমি রংপুরের উন্নয়ন ও মানুষের পাশে থেকে সেই বিশ্বাসের মর্যাদা রাখবো। এসময় তিনি রংপুরের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে রংপুর থেকে নাছিমা জামান ববি সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন রংপুরের আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।