সরকার সালাউদ্দীন সুমন :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা ৷ এবারে ষষ্ঠতম উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে হলেও নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২য় ধাপে আগামী ১১ মে ।
পুরুষ ভাইস-চেয়ারম্যান প্রার্থী একডজনের বেশী দেখা গেলেও মহিলা ভাইস-চেয়ারম্যানের ক্ষেত্রে তা একেবারেই কম ৷ দেখা গেছে, ৩/৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে এখন পর্যন্ত দেখা গেলেও মাঠে গণসংযোগে দেখা যাচ্ছে ২ জন প্রার্থীকে । তার মধ্যে অন্যতম জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী রানী রায় ৷
তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ছিলেন ফুলের টপ প্রতীক নিয়ে পরাজিত হলেও আজ অবদী মাঠ ছাড়েননি সেই থেকে এখন পর্যন্ত মাঠ চষে বেড়াচ্ছেন এই গরীব দুঃখী মানুষের বন্ধু শিল্পী রানী রায়।
তিনি উপজেলার গরীব দুঃখী মানুষের পাশে সব সময় লেগে আছেন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়াচ্ছেন। তফসিল ঘোষণা পর থেকে আরো বেশী ব্যস্ত সময় পার করছেন তিনি। মাঠে-ময়দানে, হোটেল-রেস্তোরায়, চায়ের দোকানসহ বিভিন্ন পাবলিক প্লেসে ছুটি চলেছেন এ যেন হ্যামিলনের বাঁশি ওয়ালার মতো। যেখানে যাবেন পথে প্রান্তরে তাঁর দেখা মিলবে। কোন না কোন ভাবে হউক আপনার কাছে পৌছে যাবেন, আপনার সুখ-দুঃখের কথা শুনবেন তিনিও তাঁর সুখ-দুঃখের কথা আপনার সাথে শেয়ার করবেন। তিনি জনসাধরণের সাথে মতবিনিময়ের পাশাপাশি ভোটও চাচ্ছেন।
তিনি জনসাধরণের উদ্দেশ্য বলেন, আমাকে বিগত নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়েছেন কিন্তু আমার প্রতীক ছিল ফুলের টপ আমার প্রতিদ্ব›দ্বী প্রার্থীর প্রতীক ছিল শাপলা ফুল, ফুলের টপ মনে করে শাপলা ফুলকে অনেকে ভোট দিয়েছেন যার কারণে আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন নাই।
যা হোক আপনাদের সাথে ছিলাম এখনও আছি আমাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করেন আগামীতেও আপনাদের পাশে থাকব।
গত ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে তিনি মতবিনিময়কালে শিল্পী রানী রায় বলেন, বিগত দিনে পরাজিত হয়েছি প্রতীকের কারণে এবার আপনাদের সমর্থন ও আর্শীবাদ কামনা করছি।